শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ স্থাস্থ্য সেবা কেন্দ্র। এখানে প্রাতি শনিবার ডাক্তার বসে। কম্পিউটার এর মাধ্যমে মানব দেহের সম্পুন জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়। কম্পিউটার এর মাধ্যমে ডায়বেটিক, হাইপ্রেসার, কোলেষ্ট্রারেল, হাটব্লোকজ,লিভার, হারের ক্ষয়, পিত্তে পাথর, প্যারালাইসিস, গ্যাসট্রিক, আলসার, হাপানী,বাত/ব্যাথ্া, সাইনোসাইটিস, দাতের সমস্যা, যৌন অক্ষমতা, জরায়ু সমস্যা, কিডনী ইত্যাদির রোকের চিকিৎসা করা হয়। আপনি এ রকম সমস্যায় ভুগলে আজই যোগাযোগ করুন।
মো: নুরুল আমিন
উদ্যেক্তা/পরিচালক,
৫নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ তথ্যসেবা কেন্দ্র।
দুমকি, পটুয়াখলী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস