Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যাবস্থা

 

দুমকি উপজেলা  থেকে ১ কি. মি. পূব দিকে পাকা সড়ক যোগে শ্রীরামপুর ইউনিয়নের গ্রোথ সেন্টার তথা প্রানকেন্দ্র গছানী বাজার। ইউনিয়নের এক-দশমাংশ মাত্র পাকা সড়ক। শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ এর যাতায়েত ব্যবস্থা বহুমুখি সড়ক পথ,  জলপথ এর মাধ্যমে শ্রীরামপুর ইউনিয়নে আসা যায়। কিন্ত এর মধ্য সড়ক পথে রিক্সা, মটর সাইকেলে  মাধ্যমে সহজে আসা যায়।

 

 

ওয়ার্ড ভিত্তিক  ইউনিয়ন পরিষদের আসার ভাড়া-

১নং ওয়ার্ড হইতে -১০/১৫ টাকা

২নং ওয়ার্ড হইতে ১৫/২০ টাকা

৩নং ওয়ার্ড হইতে ২০/২৫ টাকা

৪নং ওয়ার্ড হইতে ২০/২৫ টাকা

৫নং ওয়ার্ড হইতে ৩০/৩৫ টাকা

৬নং ওয়ার্ড হইতে ৩৫/৪০ টাকা

৭নং ওয়ার্ড হইতে ৪০/৪৫ টাকা

৮নং ওয়ার্ড হইতে ৪৫/৫০ টাকা

৯নং ওয়ার্ড হইতে ৪৫/৫০ টাকা

শ্রীরামপর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভাল নয়। সড়কপথে চলাচলের অবস্থা খুব একটা বিপদজনক। সড়কপথে ঢাকা থেকে আগত বাস ছায়দাবাদ থেকে এসে লেবুখালী হয়ে বগা,বাউফল, কালাইয়া অভিমুখে যাত্রা করে।

আর নদী পথে সদরঘাট থেকে বগা টু পটুয়াখালী চলাচল করে। শ্রীরামপুর ইউনিয়ন এর রাস্তাঘাট খুবই খারাপ। কাচা ও আধাপাকা রাস্তা রয়েছে অনেক, রিস্কা ও সাইকেল এর মাধ্যমে চলাচল করা ও অসম্ভব হয়ে পরে।